২০০৯ সালের ১লা এপ্রিলের এক শূভক্ষণে Doyti‘র জন্ম। ’’মান সম্পন্ন শিক্ষাই এনে দিবে আগামীর সম্ভাবনা’’ এই মন্ত্র ধারণ করে, সৃষ্টির প্রয়াসে অঙ্গিকারাবদ্ধ হই, আমরা দুজন মামুন চৌধুরী ও রাজু আহমেদ। ফলশ্রুতিতে তৈরি হয় টিনের একটি সাইনবোর্ড। তাতে স্থান পায় Doyti নামক শব্দটি। Doyti শব্দটি বাংলা শব্দের উপজাত শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। Doyti অর্থ দুজনের। এই দৈত্ব থেকে Doyti। দুজনের অক্লান্ত পরিশ্রম, আবেগ, কর্ম প্রচেষ্টা এবং দৃঢ় প্রত্যয়ে দুটি শ্রোতো ধারার গন্তব্য যেমন মোহনার দিকে ধাবিত হয় তেমনি দুটি মনের সম্মিলনে Doyti নামক উপজাত শব্দ বা রূপক শব্দটি ব্যবহৃত হয়েছে। মানুষ ভালবাসে তার নিজের তৈরি সৃষ্টিকে, তা যদি হয় তার কর্মপ্রচেষ্টার রক্ত বিন্দু দিয়ে গড়া, তাহলে তা হয় তার একান্ত নিজস্বতা। এই নিজস্বতার সার্বজনিন রূপ দেওয়াই সর্বকালের মানুষের প্রচেষ্টা, স্বার্থকভাবে জয়ী তারাই, এই জয়ী হওয়ার মানসে Doyti নামক শব্দটি বেছে নেওয়া। কারণ মানুষ তার সৃষ্টির মধ্যে ডুবে থাকে, তৈরি করে নতুন ভূবন,যা কাউকে সহায়তা করে, অনেকের পথ দেখায়। প্রতিষ্ঠাতা পরিচালক |
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯ দৈতী একাডেমিক এডমিশন কেয়ার || Privacy Policy কারিগরি সহায়তায়: Amar School by Amar Uddog Limited