সূত্র: তারিখ: ০৫-০৩-২০২৩
সু-খবর!! সু-খবর!!!
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, স্বনামধন্য সহায়ক শিক্ষা প্রতিষ্ঠান দৈতী শিক্ষা পরিবার আগামি ১১ই মার্চ ২০২৩ইং (শনিবার) বার্ষিক শিক্ষাসফর ও পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
স্থান : ম্যাজিক আইল্যান্ড পার্ক (কোনাখোলা, কেরাণীগঞ্জ, ঢাকা)।
তারিখ : ১১-০৩-২০২৩ইং (শনিবার)।
গাড়ি ছাড়ার সময় : সকাল ৭:০০ টায়।
পৌছাবো: সন্ধ্যা ৭:০০ টায়
সুযোগ সুবিধা : সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা, যাওয়া-আসা, ৫টি রাইড ও ওয়াটার পার্ক সম্পূর্ণ ফ্রি।
রেজিস্ট্রশন এর শেষ তারিখ : ০৯-০৩-২০২৩ (মঙ্গলবার)।
রেজিস্ট্রশন ফি : ১,২০০ টাকা।
অফিসে এসে রেজিস্ট্রশন করা যাবে অথবা, ০১৮৩১০৬৫৪২৭ নম্বরে বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।
উক্ত বার্ষিক শিক্ষাসফর ও পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠানে বর্তমান, পূর্বের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, শিক্ষক/শিক্ষিকা আমন্ত্রিত।
উক্ত শিক্ষাসফর বর্তসমান সকল শিক্ষার্থীদের জন্য বাধ্যতামুলক ।
বিশেষ প্রয়োজনে : মামুন স্যার ০১৮৪২৮৬৯৪০২, রাজু স্যার ০১৭৩১০৬৫৪২৭।
আয়োজনে
দৈতী শিক্ষা পরিবার
২০০৯ সাল থেকে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার প্রতিষ্ঠান
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯ দৈতী একাডেমিক এডমিশন কেয়ার || Privacy Policy কারিগরি সহায়তায়: Amar School by Amar Uddog Limited