1. [email protected] : doyti Academic Care : doyti Academic Care
  2. [email protected] : Jlhsbd :

Lesson Plan

প্রতিদিনের প্রতিবিষয়ের একটি আদর্শ পাঠদান পদ্ধতি কম বেশী নিম্নরুপ হবে :


ক)    ঠিক সময়ে ক্লাসে যেয়ে শুভেচ্ছা বিনিময় এবং প্রয়োজন হলে শ্রেণিকক্ষ সাজানো।
খ)    অল্প সময়ের জন্য পূর্বদিনের পাঠের পর্যালোচনা প্রশ্নোত্তরের মাধ্যমে।
গ)    আজকের পাঠের ঘোষণা বোর্ডে লেখার মাধ্যমে।
ঘ)    ১৫-২০ মিনিট আজকের আলোচ্য বিষয়ের আলোচনা/ গণিতের অংক বুঝিয়ে বোর্ডে কষে দেয়া।
ঙ)    পাঠদান আলোচনা কতটা ফলপ্রসু হলো তা বুঝার জন্য প্রশ্ন উত্তরের পর্ব ৫ মিনিট।
চ)    অতঃপর আলোচ্য বিষয়ের উপর প্রশ্নের উত্তর লিখতে / গণিত করতে দেয়া ও ছাত্র-ছাত্রীর পাশে যেয়ে যেয়ে খাতা মূল্যায়ণ করা সময় ১২ থেকে ১৫ মিনিট।
ছ)    আলোচ্য বিষয় থেকে বাড়ির কাজ দেয়া।
জ)    এসব ধাপ সম্পন্ন করতে পর্যাপ্ত বোর্ড ওয়ার্কের সমন্বয় করা।

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯  দৈতী একাডেমিক এডমিশন কেয়ার                                                                                                                               কারিগরি সহায়তায়: Amar School by Amar Uddog Limited