1. [email protected] : doyti Academic Care : doyti Academic Care
  2. [email protected] : Jlhsbd :

HSC Model Test Routine-2024

প্রিয় HSC-24 পরীক্ষার্থী বন্ধুরা,

তোমরা ইতোমধ্যে জেনেছ যে, তোমাদের HSC-2024 পরীক্ষা আগামী জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই বলা যায় বোর্ড পরীক্ষার জন্য তোমাদের হাতে খুব বেশি সময় নেই। এজন্যই বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটিনাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য তোমাদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে দৈতী’র আয়োজন- “HSC 2024 মডেল টেস্ট”। তোমাদের পরিপূর্ণ প্রস্তুতি নিশ্চিতকরণে কোর্সটিকে অধ্যায়ভিত্তিক পরীক্ষা, প্রতিটি পরীক্ষার সল্যুশন ক্লাস ও ফাইনাল মডেল টেস্ট; এই ২টি ধাপে বিভক্ত করা হয়েছে।

👉 ধাপ ১: অধ্যায়ভিত্তিক পরীক্ষা

সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে প্রতিটি বিষয়কে সিলেবাস এবং গুরুত্ব অনুযায়ী বিভক্ত করে সর্বমোট ২৬টি অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধান করে দেয়া হবে। যা তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে অধিক কার্যকরী করে তুলবে।

👉 ধাপ ২: ফাইনাল মডেল টেস্ট

শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিতকরণের লক্ষ্যে এই ধাপে থাকছে ১৩টি ফাইনাল মডেল টেস্ট। প্রতিটি মডেল টেস্টের সকল প্রশ্নের বিস্তারিত সমাধান করে দেয়া হবে। HSC বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তোমরা বোর্ড পরীক্ষার পূর্বেই নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে পারবে।

♦ প্রতিটি পরীক্ষার সল্যুশন ক্লাস রয়েছে যা বোর্ড পরীক্ষায় ভালো করতে সহযোগিতা করবে। অধ্যায়ভিত্তিক পরীক্ষায় তোমাদের যে টপিকগুলোতে ঘাটতি পরিলক্ষিত হবে তা এই ক্লাসের মাধ্যমে সমাধান হয়ে যাবে। যার ফলে তোমরা প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করে গুছিয়ে প্রস্তুতি সম্পন্ন করতে পারবে।

#HSC 2024 মডেল টেস্ট কেন প্রয়োজন?

▪️ বোর্ড পরীক্ষার প্রশ্নধারার সাথে পরিচিত হওয়া।

▪️ সৃজনশীল প্রশ্ন-উত্তর সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ।

▪️ পড়ালেখার ধারাবাহিকতা নিশ্চিতকরণ।

▪️ একই সিলেবাস একাধিকবার রিভিশন।

▪️ ভুলগুলো চিহ্নিত করে শুধরে নেওয়ার সুযোগ।

▪️ বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন।

▪️ পরীক্ষাভীতি দূরীকরণ।

▪️ সঠিক প্রশ্ন নির্বাচনে দক্ষতা অর্জন।

▪️ যথাসময়ে পরীক্ষা শেষ করে উত্তরপত্র রিভিশন।

▪️ নম্বর বেশি পাওয়ার কৌশল আয়ত্তকরণ।

▪️ নিজের প্রস্তুতির অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন।

▪️ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পূর্ণ আত্মবিশ্বাস অর্জন।

🎯 রিভিশন পরীক্ষা শুরু: ১৬ই মার্চ, ২০২৪ (শনিবার) সপ্তাহে ৩ দিন পরীক্ষা।

🎯 রিভিশন ক্লাস শুরু: ২রা মার্চ, ২০২৪ (শনিবার) সপ্তাহে ৬ দিন ক্লাস।

একনজরে কোর্স বিবরণী:

▪️ অধ্যায়ভিত্তিক পরীক্ষা: ২৬টি।

▪️ প্রতিটি পরীক্ষার সল্যুশন ক্লাস।

▪️ ফাইনাল মডেল টেস্ট: ১৩টি

▪️ সার্বক্ষণিক Q & A সেবা।

বিস্তারিত তথ্য জানতে ও ভর্তি হতে:

দৈতী একাডেমিক এন্ড এডমিশন কেয়ার

২/ই, অভয়দাস লেন, টিকাটুলি, ঢাকা-১২০৩

📲 01775-229229

Mamun Choudhury

Raju Ahmed Raju

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯  দৈতী একাডেমিক এডমিশন কেয়ার                                                                                                                               কারিগরি সহায়তায়: Amar School by Amar Uddog Limited